Sunday , 24 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে কমিউনিটি  পুলিশিং ডে পালন
--প্রেরিত ছবি

সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে পালন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানে মুন্সিগঞ্জ সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়েছে। থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানা আঙ্গিনায় আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ রিজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। থানা সেকেন্ড অফিসার মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজাহারুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সালাহউদ্দিন সালমান, সদস্য আরিফ হোসেন হারিছ, আব্দুল্লাহ আল মাসুদ, ইসমাইল খন্দকার, হামিদুল ইসলাম লিংকনসহ অন্যান্যরা। 

About Syed Enamul Huq

Leave a Reply