Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক দিয়ে নির্মিত বহুতল ভবন উদ্বোধন
--প্রেরিত ছবি

সিরাজদিখানে পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক দিয়ে নির্মিত বহুতল ভবন উদ্বোধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজস্ব ভাবে তৈরী পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক দিয়ে দিয়ে নির্মিত বহুতল ভবনের উদ্বোধন হয়েছে। (২৯ জানুয়ারি) শুক্রবার বিকাল ৫টায় উপজেলার সুখের ঠিকানা হাউজিং প্রকল্পে ‘মা – বাবার দোয়া ভিলা’ নামে পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়।
ভবনটি নির্মাণ করেছে ডেভেলপার কোম্পানী আরাকশা হোল্ডিংস লিঃ। উদ্বোধনকালে কোম্পানীর চেয়ারম্যান আর্কিটেক্ট জান্নাতুন নাঈমা চৌধুরী বলেন, আমরা আধুনিক বিল্ডিং ডিজাইনের পাশাপাশি পরিবেশ বান্ধব কনস্ট্রাকশনের পুরো সেবাই দিয়ে যাচ্ছি অত্যন্ত নিখুঁতভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে পুরোপুরি পরিবেশ বান্ধব মেটেরিয়াল ব্যবহারে প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখের ঠিকানা হাউজিং প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিল্ডিংটির কনসালটেন্ট ‘রাজধানী আর্কিটেক্টস’ এর পার্টনার ইঞ্জিনিয়ার মো. আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। ভবনের মালিক মো. শহীদুল ইসলাম শহীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবিটি তুলে দেন নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। বাড়িটির মালিক বলেন, ‘এতো সুবিধা পাওয়া যাবে এরকম ভবনে তা আগে বুঝিনি, সময়মতো বিল্ডিং বুঝে দেওয়ায় কোম্পানীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। উপস্থিত অতিথিগন ভবন টির ভূয়শী প্রশংসা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply