Friday , 8 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সিরাজদিখানে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : 

রাতের আঁধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রবিবার (৬ নভেম্বর)  বিকাল সাড়ে চারটায় উপজেলা বাস ষ্টান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভূমি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে গিয়ে শেষ হয়।
সিরাজদিখান উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ লস্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ  সম্পাদক ইকবাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাকিবুল হাসান রাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মো. জাহিদ সিকদার, মো. জামাল মাদবর,তৌহিদ খান সম্রাট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তালুকদার বাবু, সহসভাপতি জাহাগীর বাদশা, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, যুবলীগ সদস্য আরাফাত শেখ রাসেল, শামীম শেখ, সৈয়দ আহসান কবির শিশির, জৈনসার ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আওলাদ হোসেন (মেম্বার), ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ কবির লিপু, রশুনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জি এম শাহআলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাশাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিদ্যুৎ আহমেদ, বয়রাগাদী ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক বিজয় খান আমজাদ প্রমুখ। 
যুবলীগ আহবায়ক মঈনুল হাসান নাহিদ তার বক্তব্যে বলেন, পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। আমরা সিরাজদিখান উপজেলা যুবলীগ ঐক্যবদ্ধ ভাবে যেকোনো অপশক্তিকে পতিহত করতে প্রস্তুত আছি। 

About Syed Enamul Huq

Leave a Reply