Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সিরাজদিখানে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবলীগের আয়োজনে। ১১ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা ডাক-বাংলায় কেক কেটে এ অনুষ্ঠান পালন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস  আলম খান, মুন্সিগঞ্জ -১ এমপি বরাদ্দ কমিটির উপজেলা সমন্বয়কারী প্রধান এসএম সোহরাব হোসেন, সিরাজদিখা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, দপ্তর সম্পাদক ঢালী মো. শহিদুল, জেলা পরিষদ সদস্য হাজী নেকবর হোসেন, জেলা যুবলীগ সহ সভাপতি মহসিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল খান। 

এছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক রাকিবুল ইসলাম, যুবলীগ সদস্য জাহিদ সিকদার, যুবলীগ সদস্য আরিফ রশিদ, সদস্য তৌহিদ খান সম্রাট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, কৃষকলীগ সভাপতি দ্বীন হাজি দ্বীন মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, সাধারণ সম্পাদক চঞ্চল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ  সভাপতি মহসিন রেজা, উপজেলা যুবলীগ সদস্য সুখন চৌধুরী,  আহসান কবির শিশির, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, সিরাজদিখান উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply