Friday , 7 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
--সংগৃহীত ছবি

সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্কঃ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনার হত্যা মামলায় নেপালে পলাতক আসামি মো. সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এ পরোয়ানা জারির আবেদন করেন।আজ সোমবার (৩ জুন) শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রবিরার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেন।এদিকে এমপি আনার হত্যায় জড়িত সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) তথ্যে নেপালে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, আটকের পর সিয়ামকে বাংলাদেশে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমান্ডু পুলিশ। এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চার সদস্যের দল নেপাল গেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply