Sunday , 3 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Inbox
--প্রেরিত ছবি

সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Inbox

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
হরতাল অবরোধ এবং অগ্নি সংযোগের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সারাদেশব্যপী বিএনপির অগ্নিসংযোগ, হরতাল অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ভাই’র নির্দেশে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায়  রমিজ বিপনী  দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল করিম।
জেলা যুবলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু শংকর চন্দ্র দাস, ত্রাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল করিম বলেন, আমরা জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমরা জেলার রাজপথে শক্ত অবস্থানে আছি, থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন  জেলা যুবলীগের সিনিয়র সদস্য  নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সহসভাপতি ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সদর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়েত জামিল, বঙ্গবন্ধু সৈনিক লীগ পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply