Friday , 20 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে তারুণ্য জয়যাত্রা মহাসমাবেশ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে তারুণ্য জয়যাত্রা মহাসমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রতিটি জেলায় যুবলীগ আজ সংগঠিত। বিএনপি এখন অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ শক্ত হাতে প্রতিহত করবে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে প্রবাহমান। আমরা জনগণের মতামত নিয়ে আবারও সরকার গঠন করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ আছি, প্রধান অতিথির বক্তব্যে এভাবেই বিএনপি কে উদ্দেশ্য করে হুশিয়ারী বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত বলেন, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা যুবলীগ  অত্যন্ত সুসংগঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে নৌকা প্রার্থীদের কে বিপুল ভোটে জয়ী করতে এখন থেকেই মাঠে কাজ শুরু করবে।
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচী অনুযায়ী সারাদেশের ন্যায় সুনামগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো তারুণ্য জয়যাত্রা মহাসমাবেশ।
৯ই জুলাই রোববার  বেলা  ১১ ঘটিকায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল’র সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম,  কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরণ, সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া প্রমুখ।
তারুণ্য জয়যাত্রা মহাসমাবেশ  সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু শংকর দাশ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর, সুনামগঞ্জ  জেলা যুবলীগের সিনিয়র সদস্য সাবেক সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, বিশ্বম্ভপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক পলাশ ইউপি চেয়ারম্যান  সোহেল আহমেদ, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোজাম্মেল হোসেন রুকন,  সদর যুবলীগের সহসভাপতি   কাওসার আহমেদ, পিন্টু বনিক, ফয়সাল আহমদ,  সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জিল্লুর রহমান সজিব, সাজ্জাদুর রহমান তায়েফ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুল আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে,  যুবলীগ নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি চপল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, মোল্লা পাড়া ইউনিয়ন যুবলীগ নেতা আফরোজ হোসেন, জেলা ছাত্রলীগ সদস্য জামিল আহমেদ  প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply