Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়
--প্রেরিত ছবি

সুনামগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশব্যাপী কেন্দ্রীয়,  কর্মসূচীর নির্দেশনায় বিএনপির নৈরাজ্যে ও অগ্নিসংযোগ এর বিরুদ্ধে কর্মসূচী অনুযায়ী  সুনামগঞ্জেে অনুষ্ঠিত হয় আ.লীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ১২ ঘটিকায় রমিজ বিপনী দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে  সমাবেশ করে জেলা আওয়ামী লীগ । সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন  আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু শংকর দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ  আবুল কালাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,  তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট চান মিয়া, সাবেক জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র তালুকদার, বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, বিশ্বম্ভপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, বিশ্বম্ভরপুর শলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান তপন চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী,   জেলা আওয়ামী লীগ কর্মী আফজাল হোসেন,  জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সহসভাপতি অমিয় মৈত্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন  প্রমুখ হাজারো নেতাকর্মী ।

About Syed Enamul Huq

Leave a Reply