Sunday , 3 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

সুনামগঞ্জ জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি জামায়াতের নৈরাজ্য সন্ত্রাস তান্ডবের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ই মার্চ ২০২৩ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নির্দেশে জেলা যুবলীগের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে রমিজ বিপণীস্থ কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
শান্তি সমাবেশে জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস সভাপতিত্ব করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, বিএনপি জামায়াত আবারো অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতীশীল করতে চায়। শান্তির পরিবর্তে তারা অশান্তি চায়।  তাদের সাম্প্রতিক কর্মকান্ডই তার প্রমাণ। সুনামগঞ্জে বিএনপি জামায়াতের এসব কার্যকলাপ বন্ধে যুবলীগ, ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে পাকিস্তানপহ্নীদের আর প্রশ্রয় দেয়া হবে না।  উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা সত্যজ্যোতি দাস লিপন, সদর যুবলীগের সহসভাপতি আজিজুল আলম, সাবেক জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
এসময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সদর যুবলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা টিংকু চৌধুরী, মিল্টন দাস, সুব্রত তালুকদার, ইফতেখার আহমেদ জুবায়ের,  জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমেদ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply