সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ৯ জুলাই কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচী অনুযায়ী সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে তারুণ্য জয়যাত্রা সমাবেশ কে সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
৭ জুলাই শুক্রবার বেলা ৪ ঘটিকায় রমিজ বিপনীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ।
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহসভাপতি কাওসার আহমেদ, ফয়সাল আহমদ, আজিজুল আলম।
এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জিল্লুর রহমান সজিব, সাজ্জাদুর রহমান তায়েফ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, কাঠর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার কবির পলাশ, মোল্লা পাড়া ইউনিয়ন যুবলীগ নেতা আফরোজ হোসেন, যুবলীগ নেতা সফিক প্রমুখ।