Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না
--সংগৃহীত ছবি

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না

অনলাইন ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সুযোগ পেলে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।

তিনি বলেছেন, ‘আমি সবসময় আছি নিপীড়িতের পক্ষে। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব। সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জেড আই খান পান্না বলেন, আগে ছিল গণ-গ্রেপ্তার, এখন হচ্ছে গণ-মামলা। তো গণ-মামলা হলে পরে গণ-গ্রেপ্তারও হবে। এটার ভিকটিম একসময় আমিও ছিলাম।
তবে অকল্পনীয়ভাবে গণ-মামলা চলছে। এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্ট, চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা গুলি লাগছে একটা। কিন্তু এ জন্যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply