Sunday , 16 November 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা
--রুমিন ফারহানা

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা

অনলাইন ডেস্কঃ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। আমার মনে হয়, সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সুতরাং তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।’

সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে দেশ একটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও দাবি করেছেন তিনি।তিনি বলেন, ‘এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে।’

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ কোনো প্রকার অনুশোচনা না করেই রাজনীতিতে ফেরার চিন্তা করছে বলে দাবি করেন রুমিন ফারহানা।

বিএনপির এই নেত্রী বলেন, ‘আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে, ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা।

মিছিলের দৈর্ঘ্য প্রস্থও যথেষ্ট বড়। সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত-পা গুটিয়ে বসে আছে তেমনটি নয়। এই সরকারের ক্রমাগত ব্যর্থতা আওয়ামী লীগকে কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে আবারও রাজনীতিতে আসার কথা চিন্তা করছে।’কোন একটা মহল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।

তবে তিনি বলেন, ‘কোন মহল, এটা আমি জানি না।’

About Syed Enamul Huq

Leave a Reply