Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্মার্ট বাংলাদেশ গড়তে মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি : স্পিকার
--সংগৃহীত ছবি

স্মার্ট বাংলাদেশ গড়তে মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি : স্পিকার

অনলাইন ডেস্ক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রায় মিডিয়াসহ সকলের দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি।

আজ শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গ্রীণ মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত ‘গ্রীণ টেলিভিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গ্রীণ টিভির পরিচালক আমীন হেলালী প্রমুখ

ড. শিরীন শারমিন বলেন, সকল কার্যক্রম পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে কভিড পরবর্তী ‘বিল্ড বেটার, বিল্ড গ্রীনার’ স্লোগানকে প্রাধান্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ করতে হবে এই টেলিভিশনটিকে। আগামীতে তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply