Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সড়ক-মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাট-বাজার সরাতে নির্দেশ

সড়ক-মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাট-বাজার সরাতে নির্দেশ

অনলাইন ডেস্কঃ

মানুষ এবং যান চলাচল নিরাপদ-নির্বিঘ্ন করতে দেশের সড়ক-মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাট-বাজার, অবৈধ পার্কিং সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালযয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সরোয়ার হোসেন।

About Syed Enamul Huq

Leave a Reply