Saturday , 8 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হজের শেষ ফ্লাইট আজ, সৌদি পৌঁছলেন ৮২ হাজার হজযাত্রী
--ফাইল ছবি

হজের শেষ ফ্লাইট আজ, সৌদি পৌঁছলেন ৮২ হাজার হজযাত্রী

অনলাইন ডেস্কঃ
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ বাংলাদেশি হজযাত্রী। মোট ১০৫টি ফ্লাইটে তাঁরা দেশটির মক্কা ও মদিনায় পৌঁছেন।এদিকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। আজ দুপুর ২টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা।
বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২৯৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন।এদিকে সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন মক্কায় এবং তিনজন মদিনায় মারা যান।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন।
আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আজ বুধবার (১২ জুন) পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

About Syed Enamul Huq

Leave a Reply