Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হঠাৎ আ. লীগের জরুরি সভা, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়
--সংগৃহীত ছবি

হঠাৎ আ. লীগের জরুরি সভা, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। দলের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে আ. লীগের জরুরি সভাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বেড়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া সকাল থেকে সেখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ নেতারা উপস্থিত ছিলেন।

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশ মুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

About Syed Enamul Huq

Leave a Reply