Monday , 4 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ৪নং দিগলবাগ ইউনিয়ন বাসীর গ্যাসের জন্য জোর দাবী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ৪নং দিগলবাগ ইউনিয়ন বাসীর গ্যাসের জন্য জোর দাবী

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দিগলবাগ ইউনিয়নে বিবিয়ানা গ্যাস ফিল্ড অবস্থিত। এই গ্যাস ফিল্ডে প্রতিদিন প্রচুর গ্যাস উত্তোলন করা হয়। কিন্তু গ্যাস ফিল্ড থাকা সত্ত্বেও ৪নং দিগলবাগ ইউনিয়নের এলাকাবাসী তাদের ন্যায্য দাবী ও অধিকার থেকে বঞ্চিত। এলাকাবাসী দাবী করেন গ্যাস পাওয়া আমাদের অধিকার। আমরা আমাদের এই সুবিধা থেকে বঞ্চিত। তাই এলাকাবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ঠ্যেমসাইড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: জামাল হোসেন এর দাবী। প্রসংগত উল্লেখ্য যে, বিগত ২৯ নভেম্বর ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শনকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন, এখানকার সবার ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিবেন। তিনি আরো বলেছিলেন, এখানকার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে গ্যাস সরবরাহের ব্যবস্থা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এখন সময় দাবী। অত্যন্ত দু:খের বিষয় হলো প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও গ্যাসের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি কোন উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে না। যুক্তরাজ্য প্রবাসী ঠ্যেমসাইড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন বলেন, ৪নং দিগলবাগ ইউনিয়নবাসী তাদের গ্যাসের অধিকার থেকে বঞ্চিত, এলাকাবাসী তাদের গ্যাসের জন্য জোর দাবী করেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর গ্যাসের দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদেরকে গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ৪নং দিগলবাগ ইউনিয়ন এলাকাবাসীর পক্ষে মোঃ জামাল হোসেন।

About Syed Enamul Huq

Leave a Reply