Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে নৌকার মাঝি মনোনীত করায় যুক্তরাজ্য প্রবাসী মানিক হাসানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : দেশের চলমান পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে নৌকার মাঝি মনোনিত করায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতা-কর্মী ও হবিগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মানিক হাসান। আতাউর রহমান সেলিম দীর্ঘ ৩০ বছর যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি হবিগঞ্জের একজন ত্যাগী নেতা। আওয়ামীলীগের বহু আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভুমিকা পালন করেছেন। বিরোধীদলের রোষানলে পড়ে তিনি জেল খেটেছেন, বহুবার হামলা, মামলা ও জুলুমের শিকার হয়েছেন। অবশেষে তিনি হবিগঞ্জ বাসীর প্রিয় নেতায় পরিণত হয়েছেন। মানিক হাসান বলেন, এবারের হবিগঞ্জ জেলা পৌরসভা নির্বাচনে আতাউর রহমান সেলিমকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মাঝি মনোনীত করায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্র নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি এ ত্যাগী নেতার সঠিক মুল্যায়ন করেছেন। সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন বোর্ড, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা- ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি সহ সিলেট বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা শাখাওয়াত হোসেন শফিক, যুবলীগের সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা প্রফেসর ডাঃ রেজাউল কবির রকি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ৭ নং বড়ইউড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রকিবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান । আতাউর রহমান সেলিম বলেন, নির্বাচিত হলে হবিগঞ্জ পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো। পৌর এলাকাবাসীর জন্য রাস্তাঘাট , মসজিদ, মন্দির, গির্জার সংস্কার করবো। হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আমি জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই। স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করবো। ইতোমধ্যে সে অনেক হতদরিদ্র, গরীব, দুঃখি ও অসহায় মানুষকে ব্যক্তিগতভাবে প্রচুর সাহায্য ও সহযোগীতা করেছেন। বিশিষ্ট সমাজসেবক মানিক হাসান আরো বলেন, আমি তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা করে যাবো। তিনি আমার পরম শ্রদ্ধা ভাজন প্রিয় নেতা। আমার বিশ্বাস হবিগঞ্জ পৌরসভার জনগণ আতাউর রহমান সেলিমকে বিজয়ী করবেন। আমি তাঁর জন্য এলাকাবাসীর কাছে দোয়া ও সুস্বাস্থ্য কামনা করছি।

About Syed Enamul Huq

Leave a Reply