Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হিফয বিভাগের ছাত্রকে উদ্ধার করলো কোতোয়ালী মডেল পুলিশ
--প্রেরিত ছবি

হিফয বিভাগের ছাত্রকে উদ্ধার করলো কোতোয়ালী মডেল পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম বার) এর দিক-নির্দেশনায় মোঃ রাব্বি খান (১৪), পিতা-মোঃ জলিল খান, মাতা জেসমিন আক্তার, সাং- খামারপাড়া,পোঃ ভেলুয়া বাজার,থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল। রাব্বি স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। গত ১৮ জুন বাড়িতে কাউকে কিছু না বলে নিজ বাড়ি হইতে নিখোঁজ হয়। গত ২০ জুন ১২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন মেছুয়া বাজার হইতে উদ্ধার করে ছেলের মায়ের কাছে হস্তান্তর করেন। এই সময় হারিয়ে যাওয়া ছেলেটির বাবা মোঃ জলিল খান বলেন,আমার হারিয়ে যাওয়া ছেলেটিকে আমরা অনেক খুজেঁছি। ময়মনসিংহ পুলিশ উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস ছিল,প্রশাসনের কাছে গেলে ছেলেকে পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। তাদের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

About Syed Enamul Huq

Leave a Reply