শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহন নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ কথা জানান মন্ত্রী।
নানাভাবে আমরা আউটসোর্সিং-এ লোক নিয়ে কাজ চালাচ্ছি। রেলে জনবল নিয়োগের জন্য কাজ করছেন বলেও জানান মন্ত্রী।
ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেল লাইন তৈরি করা হবে আর সেটি আটটি জেলাকে যুক্ত করবে। ডাবল লাইন একদিনেই হবে না। আমরা কাজ শুরু করেছি। অনেকগুলো প্রকল্প আমরা প্রণয়ণ করছি।
এটি যেমন সুস্বাদু, তেমন দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেলে আম পরিবহন করতে সেটি সেভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। একটা কিছু শুরু করলে সমস্যা হবে, ত্রুটি থাকবে, সেগুলো আমরা সমাধান করবো।