Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ
--সংগৃহীত ছবি

১৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ

অনলাইন ডেস্ক:

ট্রেন লাইচ্যুত হওয়ারর ১৩ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেট-ঢাকা ও চট্টগ্রাম পথের রেল যোগাযোগ। উল্টে যাওয়া বগি দুটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি রেললাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। এখন রেললাইনে কাজ চলছে।

অপরদিকে ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা ও সিলেটগামী কালনি ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটেছে।

শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। দুর্ঘটনাকবলিত সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।

অপর দিকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাবেন বলে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ জানিয়েছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply