Sunday , 28 May 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৫ বছর পর মিয়ানমারে নিহত সাংবাদিকের ক্যামেরা বোনের হাতে
ছবি-বিবিসি

১৫ বছর পর মিয়ানমারে নিহত সাংবাদিকের ক্যামেরা বোনের হাতে

বিদেশ ডেস্ক:

২০০৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা করে জাপানের এক সাংবাদিককে। এরপর কেটে গেছে ১৫ বছর। এত দিন পর এসে ভাইয়ের ক্যামেরা ফেরত পেলেন বোন।

0

কেনজির পরিবার এই হত্যার বিচার পায়নি। তারা এখন সুবিচারের অপেক্ষায় আছে। ২০০৭ সালে কেনজির মৃত্যু হয়েছিল। তখন তার বয়স ছিল ৫০ বছর। সেদিন ব্যবহৃত কেনজির ক্যামেরাটি তার পরিবারের হাতে তুলে দিয়েছে ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি)। ক্যামেরাটি গ্রহণ করেন কেনজির বোন। ২০০৭ সালের গণবিক্ষোভে ৩১ জন মারা যায়। বিক্ষোভের ছবি তুলতে গিয়ে কেনজি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সূত্র : ডয়চে ভেলে

About Syed Enamul Huq

Leave a Reply