Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৪ হাজার ৫শ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
--প্রেরিত ছবি

৪ হাজার ৫শ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই রোহিঙ্গা চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদর কাছ থেকে ৪ হাজার ৫শ পিস ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রোহিঙ্গা নাগরিক জাহিদুল ইসলাম (২৯) ও মো. রফিক ওরফে বাইলা এবং বেগমগঞ্জের (৪০) কামরুন নাহার (২৫) ও বিবি আয়েশা (২৩)। আজ দুপুরে তাদেরকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতার চার ব্যক্তি পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন থেকে নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেগমগঞ্জের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।এ সময় তাদের কাছ থেক ৩ হাজার ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওষুধ সেবন করিয়ে দুই রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply