Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (রাজশাহী):
হযরত শাহ মখদুম রুপাস(রহ:) এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি শিক্ষানগরী রাজশাহীতে মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর ব্যবস্থাপনায় আগামী ০৭/০২/২০২৪ হতে ১২/০২/২০২৪ তারিখ পর্যন্ত  বাংলাদেশ  জাতীয় স্কুল  মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ অলীউল আলম এঁর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে গত ১৩ জানুয়ারি সকাল ১১.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত  ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার জনাব রেজাউল করিম খান, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের পক্ষে এসি ল্যান্ড বোয়ালিয়া, জনাব শাহীন মিয়া, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহীর পক্ষে পুলিশ সুপার মাহাম্মদ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার(সদর) এর পক্ষে  জনাব মোঃ রুবেল হক, ড. শরমিন ফেরদৌস চৌধুরী, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী, রাজশাহী জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নাসির উদ্দিন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ  মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক ড. মোঃ জাহিদুল হক সিদ্দিকী, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ খাইরুল আলম ফরহাদ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের  অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাহবুবুর রহমান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল  ও কলেজের অধ্যক্ষ জনাব ড. মোঃ গোলাম মওলা, রাজশাহী কলজিয়ের স্কুলের  প্রধান শিক্ষক, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়র অধ্যক্ষ জনাব মোঃ সাইফুল হক ও সিনিয়র শিক্ষক আব্দুর রোকন মাসুমসহ রাজশাহী শিক্ষা বোর্ডের ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক বৃন্দ। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মোঃ হুমায়ূন কবীর এবং প্রেষণ নিযুক্ত কর্মকর্তাবৃন্দ, উপ-সচিব(প্রশাসন), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক), উপ-কলেজ পরিদর্শকসহ সভায় উপস্থিত সকলেই ৫২তম শীতকালীন জাতীয় খেলাধুলা ও অনুষ্ঠানটি সফল করার উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন। ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযাগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক তাঁর স্বাগত বক্তব্যে ক্রীড়া প্রস্ততি সম্পর্কে বিস্তারিত সভাকে অবহিত করেন।
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ অলীউল আলম তাঁর বক্তব্যে বলেন- ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের মর্যাদাকে অনন্য উচতায় তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে সকল সুধীজন আজকের সভায় উপস্থিত  হয়েছেন তাঁরা এ শহরের শিক্ষা ও ক্রীড়ার প্রাণ। সকলের হৃদিক সহযোগিতা নিয়ে আমরা সব রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমরা সামনে এগিয় যেতে চাই।
সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply