Wednesday , 15 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা ও এ নিয়ে বাণিজ্য হচ্ছে’
--সংগৃহীত ছবি

‘৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা ও এ নিয়ে বাণিজ্য হচ্ছে’

অনলাইন ডেস্কঃ
‘নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। বাণিজ্য হচ্ছে। প্রতারণা হচ্ছে। গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না জানিয়ে আইজিপি বলেন, ‘চাঁদাবাজদের তথ্য সংগ্রহ চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।
নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয় জানিয়ে আইজিপি বলেন, যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না।’

জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে হবে জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার’, যোগ করেন তিনি।’

আইজিপি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

About Syed Enamul Huq

Leave a Reply