Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আবারও বাড়তে পারে বিধি-নিষেধের মেয়াদ,আজই হতে পারে প্রজ্ঞাপন

আবারও বাড়তে পারে বিধি-নিষেধের মেয়াদ,আজই হতে পারে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণের বিস্তাররোধে সরকারঘোষিত চলমান কঠোর বিধি-নিষেধ আবারও বাড়তে পারে। এ বিষয়ে আজই (১৬ জুন) প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, চলাচলে বিধি-নিষেধ ফের বাড়ানোর সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুমোদন পেলে আজ বুধবারই (১৬ জুন) বিধি-নিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে বুধবার (১৬ জুন) মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় বিধি-নিষেধ। তবে, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে এর মধ্যে সীমান্তবর্তী কয়েকটি জেলায় পুরোপুরি বা আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল বিধি-নিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা বিধি-নিষেধ হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করে সরকার।

একপর্যায়ে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। এর পর ২৪ মে থেকে অনুমতি দেওয়া হয় গণপরিবহন চলাচলের। 

About Syed Enamul Huq

Leave a Reply