Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমাদের কৃতি সন্তান বাবু খান

আমাদের কৃতি সন্তান বাবু খান

নিজস্ব প্রতিবেদক:

” বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল ” একটি কবিতার এ লাইনটির সার্থক উপমা হতে পারেন দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ” রাইজিং গ্রুপ “। আর এ রাইজিং গ্রুপের থিঙ্কট্যাঙ্ক, মাষ্টারমাইন্ড ও নেপথ্যের মূল মহানায়ক মাহমুদুল হাসান খান বাবু। স্বপ্নবাজ ও প্রচারবিমুখ এই মানুষটির হাত ধরেই আজ স্বনির্ভর হয়েছে হাজার হাজার মানুষ। তাঁর মেধা প্রজ্ঞা ও জ্ঞানগরিমায় তৈরি পোশাকশিল্প দ্যূতি ছড়াচ্ছে আন্তর্জাতিক বাজারে। দেশের প্রথম রাজধানী খ্যাত চুয়াডাঙ্গা জেলার বর্ধিষ্ণু অঞ্চল আন্দুলবাড়ীয়ার এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদুল হাসান খান বাবু। যদিও চুয়াডাঙ্গা জেলা তথা গ্রেটার কুষ্টিয়া ও যশোর অঞ্চলের মানুষ তাঁকে চেনেন বাবু খান নামে। ছোটবেলা থেকেই বাবু খান ছিলেন প্রচণ্ড মেধাবী ও দস্যীপনায় দূরন্ত । রাজনীতির চর্চা করতেন ছাত্রজীবন থেকেই। ১৯৮৩- ৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করাকালীন ছাত্র রাজনীতিতে ব্যাপক সাড়া জাগান। পান দেশজুড়ে পরিচিতি। লক্ষলক্ষ ছাত্রছাত্রীদের আইডলে অধিষ্ঠিত  হন বাবু খান। চুয়াডাঙ্গা জেলায় গত দেড়যুগ ধরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক আর্থিক সহায়তার জন্য ইতোমধ্যে তিনি দানবীর হিসেবেও পরিচিত। এছাড়া শিক্ষা, চিকিৎসা ও কন্যা দায়গ্রস্ত পিতাদের কাছে নির্ভরতার এক অপার আশ্রয়স্থল রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহামুদুল হাসান খান বাবু। এছাড়া গত বছরের ফেব্রুয়ারি- মার্চ মাস থেকে শুরু হওয়া করোনা মহামারীর মধ্যে হাজার হাজার মানুষ বাবু খানের রাইজিং গ্রুপের মাধ্যমে পেয়েছেন খাদ্য বস্ত্র চিকিৎসা সেবাসহ বেঁচে থাকার প্রেরণা। এ সহযোগিতা রাজধানীর গণ্ডি ছাপিয়ে পৌঁছে গেছে তাঁর জন্মস্থান চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। যা এখনো চলমান।বর্তমানে তৈরি পোষাক রফতানির শীর্ষ সংগঠন বিজিএমইএ’ র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে হচ্ছেন দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত।একাধিক শিল্প প্রতিষ্ঠানের সফল রূপকার, দক্ষ ব্যবস্থাপনা ও মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ  দেশে বিদেশে অসংখ্য পুরষ্কার ও সম্মানে হয়েছেন ভূষিত। সম্প্রতি এক সাক্ষাতে তিনি উপস্থিত  মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বেশেষে আমি যেনো  সবসময় মা মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি এটিই আমার একমাত্র লক্ষ্য।

About Syed Enamul Huq

Leave a Reply