Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আলফাডাঙ্গায় ফসলী জমি থেকে ‘ড্রেজার’ দিয়ে বালু উত্তোলনের ধুম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু তোলার ধুম পড়েছে। বালু ব্যবসায়ীরা মানছেন না সরকারী কোন নিয়ম। অবাধে কেটে চলেছেন বালু। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছে না বলে একাধিক ব্যক্তি জানান। সোমবার  (১৪.০৯.২০) সরেজমিন ঘুরে দেখা যায় পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামের  শাহ আলমের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু  উত্তোলন করে চরপাড়া রাস্তার কাজে  বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এ ছাড়া কুসুমদি দুইটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।বালু ব্যবসায়ী শাহ আলমসহ কয়েকজন মিলে বালু উত্তোলন করছে বলে স্থানীয় কয়েকজন জানান। তারা আরও জানান বালু তোলার কারনে এলাকার ফসলি জমি বিনষ্টের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বালু ব্যবসায়ীদের  ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।এ ব্যাপারে  শাহ আলম বলেন, ‘আমার নিজের জমিতেই  ড্রেজার বসিয়ে বালু তুলে বিক্রি করছি । এতে  কারো কোন ক্ষতি হবে না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বলেন,  একটি প্রভাবশালী  মহল ফসলি  জমি থেকে বালু কেটে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে  দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply