Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আলফাডাঙ্গা সার্জিকেল ক্লিনিকের নামে রুগিদের সাথে প্রতারনা

আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে গোপালপুর বাজারে মা বাবার দোয়া সার্জিকেল ক্লিনিক এ কোন ডাঃ, ডিপ্লোমা নার্স,আয়া নেই বলে একাধিক লোক প্রতিবেদকে বলেন ।চলতি কয়েক মাস পূর্বে সিভিল সার্জন পরিদর্শন করে সরকারী বিধি মোতাবেক চালতে নির্দেশ দেন।কিছু দিন আগে ভুমি সহকারী মাহবুবুল ইসলাম অনিয়মের দায়ে জরিমানা করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়,মার্কেটে ঢুকতে মুল ফটক সহ ক্লিনিকে কোথাও কোন সাইন বোর্ড বালাই নেই।নাম প্রকাশের অনিছুক ব্যক্তি বলেন,অনেক বার জরিমানা করার পর প্রশাসনের ভয়ে সাইন বোর্ডটি খুলে পাশে পরিত্যাক্ত জায়গায় ফেলে দিয়েছে। পরিবেশ অনুপোযোগী রুমে জান্নাতি, পলি একাধিক মহিলা সেজার,কোহিনুর জরায়ু অপারেশনে ভর্তি আছে।এলাকা বাসি বলেন,জারাজীর্ন দোতলা ভবন ভাড়া নিয়ে ক্লিনিকের কাজ চালিয়ে যাচ্ছে,কোন এমবিবিএস ডাঃ, ডিপ্লোমা নার্স, ওটি উপযোগী নয় ,মালিক রফিকুল নিজেকে ডাঃ বলে রুগি দেখেন। প্রথম২০০টাকা দ্বিতীয় বার১০০ টাকা নেন।ক্লিনিক মালিক রফিকুল ইসলাম এর কাছে উপরোক্ত সব বিষয় সম্পর্কে জানতে চাইলে কোন উওর দিতে জারি নয়।ক্লিনিক অনুমোদিত কাগজপত্র আছে কি জানতে চাইলে রফিক তড়িঘড়ি করে নামাজের অজুহাত দেখিয়ে চলে যায়।আলফাডাঙ্গা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন,ঐ ক্লিনিকটিকে বাবার জরিমানা করা হয়েছে।সঠিক ভাবে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি বলেন,দ্রুত ক্লিনিকটিকে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply