Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ার রাজাপালং ইউপি’র ৮নং ওয়ার্ড ঐক্যবদ্ধ জনপ্রিয়তায় শীর্ষে ইকবাল মেম্বার….

উখিয়ার রাজাপালং ইউপি’র ৮নং ওয়ার্ড ঐক্যবদ্ধ জনপ্রিয়তায় শীর্ষে ইকবাল মেম্বার….

 এম. এ. রহমান সীমান্ত উখিয়া, কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপি’র বর্তমান মেম্বার ইকবাল বাহার আবারো প্রমাণ করলেন জনগণের নেতা হিসেবে। দেখিয়ে দিলেন জনতার নেতা কাকে বলে। দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষ সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিনি।
রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইকবাল বাহার শনিবার সকাল ১১ টায় হাজারো কর্মী-সমর্থকের বহর নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ইরফান উদ্দিনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।এরপর সহস্রাধিক জনগন নিয়ে পুরো ৮ নং ওয়ার্ড চষে বেড়ান।তিনি সফল মেম্বার হিসেবে জনবেষ্টিত,এমনটাই প্রমাণ করলেন।জনগণ উন্নয়নের স্বার্থে ইকবাল মেম্বারকে দ্বিতীয়বার নির্বাচিত করতে চায়,এমনই বক্তব্য ভোটারের মুখে-মুখে।
ইকবালের বিকল্প সে নিজেই।তার,বিকল্প ৮ নং ওয়ার্ডে নেই।সে আমজনতার কাছে তুমুল জনপ্রিয়। তাঁর ৫ বছরের শাসনামলে জনগণকে দিয়েছেন ন্যায় বিচার, দিয়েছেন সুশাসন, দিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধতা,
দিয়েছেন অভূতপূর্ব উন্নয়ন। এলাকাকে করেছেন সন্ত্রাসমুক্ত, করেছেন মাদকমুক্ত। ইকবাল মেম্বার মাদকের নির্মুলে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।এলাকা সাজিয়েছেন উন্নয়ন সমৃদ্ধতায়।এলাকায় যে উন্নয়ন হয়েছে তা বিগত ৫০ বছরে ও হয়নি,এমনটাই অকপটে স্বীকার করছেন এলাকাবাসী।
পশ্চিম দরগাহবিল, পুর্বদরগাহবিল, লম্বাঘোনা, বাগানপাড়া, টিএন্ডটি, শৈলরডেবার একাংশ ও গুচ্ছগ্রাম উন্নয়নে হাঁসছে। এবার এলাকার সচেতন মানুষ ইকবালকে নির্বাচিত করার জন্য বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে। জয় হবে ইকবাল। এক প্রতিক্রিয়ায় ইকবাল মেম্বার বলেছেন,বিগত ৫ বছরে ৮ নং ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন করেছি।অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।তাই দলমত নির্বিশেষে আমজনতার ভোটে দ্ধিতীয় বারের মত ভোট প্রার্থনা করছি।আশা করি ৮ নং ওয়ার্ডবাসী ভোটের মাধ্যমে আমার উন্নয়ন ও জনকল্যাণের প্রতিদান দেবেন।
প্রসঙ্গতঃমনোনয়ন জমাদান কালে ইকবাল মেম্বারের সাথে ছিলেন উখিয়ার সিনিয়র সাংবাদিক, ওই ওয়ার্ডের বাসিন্দা গফুর মিয়া চৌধুরী, আইনজীবী সহকারী শাহজাহান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

About Syed Enamul Huq

Leave a Reply