Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ায় প্রধানমন্ত্রীর বদান্যতায় মাথা গোঁজার ঠাঁই পেল ১১০ গৃহহীন পরিবার….

উখিয়ায় প্রধানমন্ত্রীর বদান্যতায় মাথা গোঁজার ঠাঁই পেল ১১০ গৃহহীন পরিবার….

এম.এ.রহমান সীমান্ত, উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর বদান্যতায় ১১০ গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক এসব “স্বপ্নের বাড়ি” হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে উপকারভোগীদের মাঝে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উখিয়া উপজেলা প্রশাসন।

এসময়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উখিয়া উপজেলাসহ সারাদেশে একযোগে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তরের কার্যক্রম ভার্চুয়ালে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানস্থলে বড় পর্দায় সরাসরি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি প্রদর্শন করা হয়।

অনুষ্টানে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অতিথি ছিলেন
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে রাজাপালংয়ের ৩৭, জালিয়াপালংয়ের ১৯, পালংখালীর ২৩, রত্নাপালংয়ের ১২ ও হলদিয়াপালংয়ের ১৯ পরিবার সহ মোট ১১০ পরিবারকে আনুষ্ঠানিক ঘর ও জমির কবুলিয়ত (দালিলিক কাগজপত্র) তুলে দেয়া হয়।

স্বপ্নের বাড়ি পেয়ে উচ্ছ্বসিত রাজাপালংয়ের ৫নং ওয়ার্ডের বাসিন্দা গোলবানু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।আবেগাপ্লুত বিধবা এই নারী বলেন, ” জামাই মরি যাইবার পর বেশি হষ্টত পরি গেইলাম গই, আইজ্জা বঙ্গবন্ধুর মাইয়া ঘর দিয়ে আঁরারে, ইয়া মরিওয়ুরেও শান্তি পাইয়ুম”।

এছাড়াও অনুষ্ঠানে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সঞ্জুর মোর্শেদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নেছা বেবী সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম ধাপে গত জানুয়ারীতে ঘর জমি বুঝে পান ৩৫ পরিবার, সবমিলিয়ে উখিয়ার ১৪৫ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার দেওয়া মাথা গোঁজার ঠাঁই।

About Syed Enamul Huq

Leave a Reply