Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একজন পথিকৃৎ………………… সৈয়দ এনামুল হক

একজন পথিকৃৎ………………… সৈয়দ এনামুল হক

বিশেষ প্রতিবেদন:
দৈনিক সকালবেলা ও The Daily Morning Times এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সৈয়দ এনামুল হক এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী (জন্মঃ ১৬/০৪/১৯৫৬, মৃত্যুঃ ২৭/১০/২০২০)তে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এমন চলে যাওয়া মেনে নেওয়া যায় না। মাত্র ৬৪ বৎসর বয়সে তাঁর অকাল প্রয়ান দেশ ও জাতির তথা সংবাদপত্রকে জগত তার দেবার ছিল অনেক কিছু। তার চলে যাওয়ায় দেশ,জাতি ও সংবাদপত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। সংবাদপত্র জগতের একজন উজ্জল নক্ষত্র,পথিকৃৎ সৈয়দ এনামুল হক। তিনি একই হাতে দুটি জাতীয় দৈনিক, দৈনিক সকালবেলা ও ঞযব উধরষু গড়ৎহরহম ঞরসবং সম্পাদনা ও প্রকাশনার গুরু দায়িত্ব পালন করেছেন প্রায় ২৫ বছর।
তাঁর এই অকাল প্রয়াণ শুধুমাত্র দৈনিক সকালবেলা পরিবার নয় দেশ ও জাতিকে ও ক্ষতিগ্রস্থ করেছে। সংবাদপত্র জগতের এই কিংবদন্তী উজ্জ্বল নক্ষত্র জনাব সৈয়দ এনামুল হক একজন লড়াকু সৈনিক, আপোষহীন সাংবাদিক নেতা (মহাসচিব, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ) ছিলেন। যে কোন ক্রান্তিলগ্নে সামনে থেকে পথ দেখিয়েছেন দেশ, জাতি এবং গণমাধ্যমকে। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন এক মহান আদর্শ। ৯০ এর দশকে ইংল্যান্ডে থাকাকালীন সময়ে ইইঈ তে কাজ করতে করতে তিনি স্বপ্ন দেখেছিলেন দেশে ফিরে একটি সংবাদপত্র প্রকাশ করবেন এবং করেছিলেনও তাই। এভাবেই ১৯৯৭ সালে সকালবেলার আত্মপ্রকাশ ও যাত্রা শুরু। এরপর নিরলস এগিয়ে চলা। সুদীর্ঘ ২৪ টি বৎসর একটি স্বনামধন্য জাতীয় দৈনিককে প্রতিদিন প্রকাশিত করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশে অকুন্ঠ আপোষহীন থেকে সামনে এগিয়ে গেছেন। তিনি সংকট ও ক্রান্তিলগ্নে বলিষ্ঠ নেতৃত্বে সমস্যার সমাধান করেছেন। এভাবে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক সকালবেলাকে আজকের এই অবস্থানে তিনি নিয়ে এসেছেন। তাই আজ তাঁর এই অকাল প্রয়াণ আমাদের মেনে নিতে কষ্ট হয়। আজ সকালবেলার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ বৎসরে শুভ পদার্পণ উপলক্ষে এই মহান ব্যক্তিত্ব দৈনিক সকালবেলার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক সৈয়দ এনামুল হক কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, নিবেদন করছি গভীর শ্রদ্ধাঞ্জলী ও অসীম ভালোবাসা।

About Syed Enamul Huq

Leave a Reply