Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি জানান, বৈঠকে বুস্টার ডোজ নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে।

এদিকে, চলতি মাস থেকেই করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির কর্মী) অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আরো ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে। যদিও দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply