Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কমেছে করোনা শনাক্তের হার
--প্রতীকী ছবি

কুমিল্লায় কমেছে করোনা শনাক্তের হার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় করোনা শনাক্তের হার কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০.২ শতাংশ। যা গতকালের চেয়ে প্রায় ৮ শতাংশ কম। এদিন কুমিল্লায় কুমিল্লা শনাক্ত হয়েছিলো ২২০ জনের। আক্রান্তের হার ছিলো ২৮ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জানা যায়, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৬৬ জনই অভিবাসন প্রত্যাশী, ৩৭ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া আদর্শ সদর উপজেলায় ১ জন, সদর দক্ষিণে ১ জন, বুড়িচংয়ে ৫ জন, চান্দিনায় ১ জন, লাকসাম ও তিতাস উপজেলায় ৩ জন করে করোনায় আক্রান্ত হন।
রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ১৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৮১৮ জন; প্রাণ হারিয়েছেন ৯৬৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

About Syed Enamul Huq

Leave a Reply