Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় আনসার ভিডিপি’র মহিলা সদস্যদের সেলাই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

কুষ্টিয়ায় আনসার ভিডিপি’র মহিলা সদস্যদের সেলাই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি :
নারিদের সমাজে অর্থনৈতিক ভাবে সাবল্মবি হয়ে নিজ পরিবারকে সহায়তা করার মতো সক্ষমতা আনতে পারবে এই শেলাই প্রশিক্ষনের কর্মশালার উদ্বোধন করা হয় ।সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা আনসার ভিডিপি’র,কার্যালয়ের মিলনায়তনে ৫ জেলার ৩০ জন মহিলা আনসার সদস্যদের ৭৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই শেলাই প্রশিক্ষন কর্মশালা ২২-১১-২০২০ হইতে ৪-২-২০২১ তারিখ পর্যন্ত চলবে।৫জেলা কুষ্টিয়া, মেহেরপুর,চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলার মোট ৩০ জন মহিলা আনসার সদ্যসদের কে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলার সার্কেল আনসারএরজুটেন্টন জাহিদ হোসেন, উপাজেলা প্রশিক্ষিকা তামান্না ইয়াসমিনসহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।প্রশিক্ষণ শেষে সকলকে একটি করে সেলাই মেশিন ও যাতায়াত ভাড়া বাবদ বিশেষ সন্মানীপ্রদান করা হবে বলে জানান জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে নারিদের সমাজে অর্থনৈতিক ভাবে সাবল্মবি হয়ে নিজ পরিবারকে সহায়তা করার মতো সক্ষমতা আনতে পারবে এই শেলাই প্রশিক্ষন ।

About Syed Enamul Huq

Leave a Reply