Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় কসমেটিক্স গোডাউনে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুষ্টিয়ায় কসমেটিক্স গোডাউনে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি:  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর কুষ্টিয়ার বড়বাজারে আগুনের সুত্রপাত হলেও বিকেল সাড়ে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তবে পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।স্থানীয়রা জানান, কুষ্টিয়া বড় বাজার মসজিদ গলিতে তিনতলা একটি ভবনের দোতলা ও তিনতলায় কসমেটিক্সের গোডাউন ছিলো। জাহাঙ্গীর আলম নামের একজন এখানে ব্যবসা করতেন। দুপুর ২টার পর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন কয়েকজন। সিসি ক্যামেরায় ধোঁয়া বের হতে দেখে লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে যায়। একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গেলেও পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রচুর ধোঁয়া বের হতে থাকে ভবন থেকে। এর মধ্যে দুটি ইউনিটের পানি শেষ হয়ে গেলে আরো একটি ইউনিট যোগ দেয় কাজে।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, বিকেল ৩টার পর আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম আসে। বিকেল সাড়ে ৫টার পর তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। গোডাউনটিতে পারফিউম, নেইলপলিশ, গ্যাস লাইট মুজদ ছিলো। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply