Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, কর্মকর্তা বরখাস্ত

কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, কর্মকর্তা বরখাস্ত

আকরামুজ্জামান আরিফ কুষ্টিয়া প্রতিনিধি  !!! কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, কর্মকর্তা বরখাস্তকুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।শুক্রবার (৫ মার্চ) কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় রেলওয়ে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।শনিবার (৬ মার্চ) সকালে রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। শাহিদুল ইসলাম জানান, গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়। উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রেলওয়ে ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়েছিল। কিন্তু এমন কথা ছিল না। এ কারণে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাহিদুল ইসলাম আরও জানান, এর মধ্যে লাইনচ্যুত হওয়া ৫টি বগির মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। এখনো ২টি উদ্ধার কাজ চলছে। সম্পূর্ণ উদ্ধার শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

About Syed Enamul Huq

Leave a Reply