Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডেল সহ গ্রেফতার – ২

কুষ্টিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডেল সহ গ্রেফতার – ২

আকরামুজ্জামান আরিফ  :- র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে  র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান আলী (৩৩) ও ৪৫১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল সালাম কালু (৩২) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‍্যাব জানায়,  আসামীর বিষয়ে দীর্ঘদিন যাবৎ তথ্য সংগ্রহ করে উক্ত তথ্যের প্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটের  সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানাধীন পশ্চিম বাহির চর বারো মাইল গ্রামস্থ জনৈক মোঃ মিঠুন (২৪) এর গ্যারেজের সামনে পঁাকা রাস্তার উপর’’ একটি বিশেষ মাদক অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান আলী (৩৩), পিতা-মৃত সেকেন্দার প্রাঃ, সাং-পশ্চিম বাহির চর বারো মাইল, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে১০ কেজি ১০০ গ্রাম, গাঁজা-যাহার আনুমানিক মুল্য ২,০০,০০০/- হাজার টাকা, ০১টি মোবাইল ফোন-,০২টি সীমকার্ড- সহ গ্রেফতার করা হয়। অপরদিকে ১৬ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ রাত ৮.৩০ মিনিটের সময় র‍্যাবের আরেকটি অভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ধৃত আসামী মোঃ আঃ সালাম @কালু (৩২) এর বাড়ীর সামনে পঁাকা রাস্তার উপর’’ একটি বিশেষ মাদক অভিযান পরিচালনা করে আসামী মোঃ আঃ সালাম @ কালু (৩২), পিতা-মোঃ আঃ ওয়াহেদ আলী, সাং-গরোলা, থানা-দৌলথপুর, জেলা- কুষ্টিয়াকে ৪৫১ বোতল, ফেন্সিডিল যাহার আনুমানিক মুল্য অনুমান ৪,৫১,০০০/- হাজার টাকা,০১ বোতল বিদেশীমদ,০৫ বোতল,বিয়ার ০১টি মোবাইল ফোন, ০২টি সীমকার্ড- ও নগদ ৭৩০/- টাকা সহ  গ্রেফতার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও দৌলতপুর থানায় পৃথক ২ টি মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও  দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব। এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামানে বলেন,এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলাগঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কেতথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

About Syed Enamul Huq

Leave a Reply