Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে মৌবনসহ ৫ রেস্টুরেন্ট মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

 কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে মৌবনসহ বিভিন্ন রেস্টুরেন্ট  মালিক কে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।২৫ ডিসেম্বর শুক্রবার র‌্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল শহরের এন এস রোডে অভিযান পরিচালনা করে মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান,  রেস্টুরেন্ট গুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারনে খাবার খেয়ে অনেকেই  ফুড পয়জন সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঘটনার মত অনেক অভিযোগ রয়েছে।যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি আমাদের নজরে আসে। এর ধারাবাহিকতায় আমরা এই অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply