Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ার জগতি সহ ৬ টি চিনিকল চালুর দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ার জগতি সহ ৬ টি চিনিকল চালুর দাবীতে মানববন্ধন

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়া জগতি সহ ৬ টি চিনিকল চালুর দাবীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ কৃষক সমিতি কুষ্টিয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷রবিবার (১০ জানুয়ারী) সকাল ১০ সুগার মিলের পাশে বি,আই,ডি,সি ৪ রাস্তা মোড়ের ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ম-হেলাল উদ্দিন বাসদ কুষ্টিয়া ৷ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- শফিউর রহমান-আহবায়ক-বাসদ,কুষ্টিয়া, শামসুর জোহা মন্টু-সভাপতি কৃষক সমতি-কুষ্টিয়া সহ দলীয় নেতা-কর্মীরা ৷ এসময় মানববন্ধনে বক্তারা বলেন যে,কুষ্টিয়া জগতি সুগার মিলে চিনিশিল্পের চলমান পরিস্থিতি ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন সহ চিনিকল বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদে ৫ দফা দাবী প্রসঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ উক্ত মানববন্ধন থেকে নেতা-কর্মীরা ৫ দফার ডাক দেন সেগুলো হল-(১) চিনিকলে নিয়োজিত শ্রমিক – কর্মচারীদের ৫/৬ মাসের বকেয়া বেতনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীদের গ্রাচ্যুইটির টাকা পরিশোধ করা। (২) চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল করা। (৩) আসন্ন মাড়াই মৌসুম (২০২০-২০২১) এর পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা। (৪) আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ ও কীটনাশকসহ জরুরী উপকরণসমূহ সরবরাহ করা। ৫) আখ চাষীদের আখের মূল্য পরিশোধ করা।মানববন্ধনে নিরাপত্তায় উপস্থিত ছিলেন জগতি পুলিশ ক্যাম্পের এস,আই মেহেদী হাসান, এ,এস,আই জাকির হোসেন সহ সঙ্গীয় ৷বিশ্বস্ত সূত্রে জানা যায়,আসন্ন মাড়াই মৌসসুমে বেশ কয়েকটি চিনিকলের মাড়াই বন্ধ রাখার প্রক্রিয়া চলছে । এতে করে শ্রমিক – কর্মচারীগণ বেকার হয়ে পড়বে।তাদের একমাত্র জীবিকার পথ বন্ধ হয়ে যাবে । ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন আখচাষীগণ । সকলের জীবন- জীবিকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে বাসদ নেতাগণ মাননীয় প্রধান মন্ত্রীর নিকট রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এ চিনিশিল্পকে বাঁচানোর আহবান জানান ।

About Syed Enamul Huq

Leave a Reply