Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদে লিপটনের বিবৃতি
--প্রেরিত ছবি

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদে লিপটনের বিবৃতি

কুষ্টিয়া প্রতিনিধি:

গত ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিদুল নামে এক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত আসামীর স্ত্রী জাহাংগীর কবির লিপটনের নামে মিথ্যাচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতি দিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাংগীর কবির লিপটন বলেন,আমি পেশায় একজন ব্যবসায়ী। ঢাকায় স্টক লটের ব্যবসা করি। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিদুল নামে এক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত আসামীর স্ত্রী আমাকে চরমপন্থী সংগঠনের নেতা আখ্যা দিয়ে তার স্বামী রাশিদুলকে গ্রেফতারের ঘটনায় আমাকে দায়ী করেছেন। সংবাদ সম্মেলনের লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাশিদুলকে দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমি তার স্বামীকে গ্রেফতার করিয়েছি। কিন্তু প্রকৃত ঘটনা এই যে, রাশিদুল ইসলাম নামে কোন ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা। এই রকম নামের কোন ব্যক্তির সাথে আমার কোন পূর্ব শত্রুতা নেই। সংবাদ মাধ্যমে যতটুকু জেনেছি বিপুল পরিমান অস্ত্রসহ রাশেদুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা পাচটি মামলাও রয়েছে। আমি একজন ব্যবসায়ী পাশাপাশি আওয়ামীলীগ রাজনীতিবিদদের সাথে যুক্ত। রাশেদুলকে গ্রেফতারের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি এই সংবাদ সম্মেলনে দেওয়া রাশেদুলের স্ত্রী রাজেয়া খাতুনের বক্তব্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাশেদুলের সাথে আমার কোন ব্যক্তিগত যোগাযোগ সম্পর্ক কোন সময়ই ছিলনা এবং বর্তমানেও নেই। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি প্রকৃত তথ্য জেনে আপনারা সংবাদ সংগ্রহ করলে এই ঘটনার প্রকৃত বিষয় বস্তু উঠে আসবে। এ ছাড়া আমি কোন দিন চরমপন্থী সংগঠনের সাথে আগেও জড়িত ছিলাম না এবং এখনো জড়িত নেই বলে জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply