Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের রৌমারীর সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীর সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো ভাই। নিহতরা হলেন খন্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাত ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের পুত্র নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাত বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর পুত্র ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)। এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ঐ বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এসময় দুইজন উঠে আসলেও ৩ শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে। রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply