Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছে মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ তৎপরতা চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি প্রয়োজনের নামে বাইরে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া শহরের অলিগলিতে বেশ কয়েকজনকে অযথা আড্ডা দিতে দেখা যায়। পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যদের দেখলে কিংবা সাইরেন শুনলেই সটকে পড়ছেন তারা। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ পুলিশ সুপার (এসপি), বিজিবি অধিনায়ক, সেনা কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বের হন। এ সময় বিভিন্ন ছোট যান ও মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন তারা। জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, জেলা পৌর এলাকায় করোনা সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আশা করবো, জনগণ সরকারি নির্দেশনা মেনে চলবেন। এদিকে জেলা শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, পুলিশ ও বিজিবির পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেলসহ রাস্তায় বের হওয়া বিভিন্ন ছোট যানবাহনের গতি রোধ করে, তাদের বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন এবং ক্ষেত্র বিশেষে জরিমানাও করছেন। শহরের প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ থাকলেও গলির মোড়ের দোকানগুলো খোলা রাখতে দেখা গেছে। এছাড়া গলিতে অনেককে আড্ডা দিতেও দেখা যায়। পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছেন তারা। এ যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের লুকোচুরি খেলা!

About Syed Enamul Huq

Leave a Reply