Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার ভোট বিপ্লব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজিউল ইসলাম বিজয়ী

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার ভোট বিপ্লব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজিউল ইসলাম বিজয়ী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
২৮ ডিসেম্বর’২০২০ কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার ভোট বিপ্লব ঘটেছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৫’শ ৭১। তিনি ১৫ হাজার ৩’শ ৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র বহিস্কৃত মোঃ আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২’শ ৬৪ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১’শ ৬৪ ভোট। এছাড়াও বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট। এদিকে আওয়ামীলীগের বহিস্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮’শ ১২ ভোট। জেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তুচ্ছ দু’একটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোন ধরণের অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোট জালিয়াতির কোন অভিযোগ পাওয়া যায়নি। এবারের কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৫জন, ৮টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৯জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২৪টি কেন্দ্র ও ১’শ ৭৩টি কক্ষ ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৭টি এবং সাধারণ ৭টি। কুড়িগ্রাম পৌরসভায় মোট ভোটার ৫৬ হাজার ৩’শ ৯৫ জন তম্মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৪৮জন আর পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭জন। এই প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে ৭জন পুলিশসহ ১৭জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টিম ও পুলিশের ২টি টিম সহযোগিতা করে। নির্বাচনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি ওয়ার্ডে ১জন করে ম্যাজিস্ট্রেট ও ৮টি মোবাইল টিম
দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও সাদা পোষাকে ৭সদস্য করে ৩টি টিম কাজ করে। নব-নির্বাচিত কুড়িগ্রাম পৌরসভা মেয়র মোঃ কাজিউল ইসলাম বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। বঙ্গবন্ধুর মার্কা নৌকা প্রতীকে কুড়িগ্রাম পৌরসভার জনসাধারণ সতস্ফুর্ত ভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি কুড়িগ্রাম পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

About Syed Enamul Huq

Leave a Reply