Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘুমধুমে টানা বর্ষণে ক্ষতিগ্রস্থদের খাদ‌্য ও চিকিৎসা পথ্য সামগ্রী দিলেন ওসি আলমগীর হোসেন

ঘুমধুমে টানা বর্ষণে ক্ষতিগ্রস্থদের খাদ‌্য ও চিকিৎসা পথ্য সামগ্রী দিলেন ওসি আলমগীর হোসেন

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুসহ কয়েকটি গ্রাম প্রবল বৃষ্টিতে গৃহহীন ও পানিবন্দী হয়ে পড়ে।এতে অন্তত ৪ শতাধিক পরিবারে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।এসব
পরিবারে খাদ‌্য সহায়তার মধ্যে চাল,ডাল সহ প্রাথমিক চিকিৎসা পথ্য সামগ্রী প্রদান করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

বৃহস্পতিবার(২৯জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নাইক্ষ‌্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ‌্যোগে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশরের তত্বাবধানে এসব সহায়তা প্রদান করা হয়।

এসময় ঘুমধুম ইউপি’র চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেন, এসআই আল আমিন, ইউপি সদস‌্য দিল মোহাম্মদ, শফিকুল ইসলাম, মোঃ আলম, (মহিলা) আনোয়ারাসহ শিক্ষক ও গণমাধ‌্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৭ জুলাই থেকে টানা বর্ষণে ঘুমধুম

ইউনিয়নের তুমব্রু সহ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়।এতে ৫০ টি পরিবার গৃহহীন এবং প্রায় ৪শত পরিবার পানিবন্দীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply