Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৩০লাখ টাকার স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৩০লাখ টাকার স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধান ও নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম সীমান্তের বেতবনিয়া বাজার এলাকা থেকে ৪২ ভরি ১০ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার সহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। 
২১ জুন দিবাগত রাত ৯ টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মুখলেছুর রহমান সঙ্গীয় এএসআই সাহাব উদ্দিন অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারস্থ আওয়ামীলীগ অফিসের সামনে বেতবুনিয়া-তুমব্রু সড়কের উপর হতে মোঃ ইউনুস(২৫) নামের এক রোহিঙ্গা নাগরিক কে আটক করে।সে টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-ই, হেড মাঝি আজিম উল্লাহ,শেড মাঝি সালেহ আহমদ এর বস্তির আশ্রিত রোহিঙ্গা মৃত নুর হোসেনের ছেলে।তার হেফাজত থেকে চোরাই পথে আনা ৪২ ভরি ১০ আনা ওজনের ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন গ্রেফতারকৃত আসামী ও তাহার সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায়  নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আগামীতে নাইক্ষ্যংছড়িতে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ আরো জোরালো ভূমিকা করবে বলে জানান।

About Syed Enamul Huq

Leave a Reply