Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে আজ বিধিনিষেধ বৃদ্ধির সারসংক্ষেপ পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুমোদনের পর আজ রবিবারই (৬ জুন) বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে নতুন প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলাগুলোতে বিধিনিষেধ কঠোর করা হচ্ছে।

এতে বলা হয়-
ক. সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে;
খ. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে;
গ. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ সকাল ৬টা হতে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে;
ঘ. কোভিড-১৯ এর উচ্চঝুঁকি সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন; এবং
ঙ. আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply