Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরের ইসলামপুরে মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ

জামালপুরের ইসলামপুরে মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ

জামালপুর সংবাদদাতা:  জামালপুরের ইসলামপুরে মহিলা মাদরাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ১৩-সেপ্টেম্বর বিকেলে মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি নং -৫১১ করেছেন। ইসলামপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২শিক্ষক ও ২ শিক্ষিকাকে আটক করেছেন। জানাযায়, গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশারফ (বীর উত্তম) সেতুর পুর্বপাড়ের বাংলা বাজার এলাকায় দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসাটি অবস্থিত। মাদরাসাটিতে ৭৫জন শিক্ষার্থীকে ও ৮জন শিক্ষক পাঠদান করান। মাদরাসার মোহতামি আসাদুজ্জামান তার পরিবার নিয়ে মাদরাসার ভিতরে একটি কক্ষে বসবাস করেন। সাইনবোর্ড সর্বস্ব তাক্বওয়া মহিলা মাদরাসাটি ২০২০সাল থেকে পরিচালনা করে আসছেন। ইসলামপুর থানা সূত্রে জানায়ায়, ওই মাদরাসা থেকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০) ও মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) নামের দ্বিতীয় শ্রেণীর তিন শিক্ষার্থী গত দুইদিন আগে ভোর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান জানান, মাদরাসাটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদরাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে থানায় জিডি করেছি। ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদরাসার সকল শিক্ষার্থীকে রাতেই তাদের অভিবাবকদের হাতে তুলে দিয়ে মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুহতামিম মাওলানা আসাদুজ্জামানসহ চরজনকে থানায় আনা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে বের করতে চেষ্টা চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply