Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের ১১৭ বস্তা চাল উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের ১১৭ বস্তা চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদরগঞ্জ উপজেলার একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ভিজিএফ এর চাল উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১। মঙ্গলবার রাতে উপজেলার আদারভিটা বাজারের বুলবুল হোসেনের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। অবৈধভাবে চাল মজুদ করায় বুলবুল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। 
র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে আদারভিটা বাজারে বুলবুল হোসেনের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমান ১১৭ বস্তায় মোট ৭ হাজার ২১০ কেজি, এ সময় একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। ভিজিএফ এর চাল কালোবাজারীর উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও বিক্রয় করার অপরাধে গোডাউনের মালিক বুলবুল হোসেনকে গ্রেফতার করা হয়। বুলবুল হোসেন মাদারগঞ্জ উপজেলার নগর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে। সহকারী পুলিশ সপার এম. এম সবুজ রানা আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিজিএফ এর চাল অবৈধ কালোবাজারী ও মজুদ এর কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। কালোবাজারী ও অবৈধ মজুদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply