Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরের সরিষাবাড়িতে র‌্যাব-১৪ এর অভিযানে ৩৫০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার

জামালপুরের সরিষাবাড়িতে র‌্যাব-১৪ এর অভিযানে ৩৫০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় র‍্যাব-১৪ অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩৫০ বস্তা চাল আটক করেছে।সরিষাবাড়ি উপজেলা প্রশাসন সংবাদটির সত্যতা স্বীকার করেছেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে দীর্ঘদিন যাবৎ চাউল এর ব্যবসা করে আসছেন কবীর হোসেন ও মজিবর রহমান।
 র‌্যাব-১৪ জামালপুর এর কোম্পানী কমান্ডার এ এসপি সবুজ রানা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারের চাউল ব্যবসায়ী কবীর হোসেন ও মজিবর রহমানের ঘর থেকে ৩৫০ বস্তা চাউল আটক করি। আমাদের খবর পেয়ে ঐ দুই ব্যবসায়ী ঘর বন্ধ করে পালিয়ে যায়। পরে আমরা তালা ভেঙ্গে ৩৫০ বস্তা চাউল উদ্ধার করি।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ চাউল গুলো উদ্ধার করেছে।র‌্যাব-১৪ জামালপুর কোম্পানী কমান্ডার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

About Syed Enamul Huq

Leave a Reply